Sunday, November 20, 2016

Aarohi - Ads Ready and Responsive Blogger Template

হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পর আবারও আরেকটি আকর্ষণীয় ব্লগার টেমপ্লেট আপনাদের সাথে শেয়ার করব। উল্লেখ্য যে, এর আগে আমরা ০৩ টি ভালমানের ফ্রি এবং প্রিমিয়াম Template শেয়ার করেছিলাম। ঐ টেমপ্লেট গুলিতে অনেকে আমাকে বলেছিলেন Highly Advertise Ready ব্লগার টেমপ্লেট তৈরি করতে। সবার অনুরোধের প্রেক্ষিতে আমরা আজ আপনাদের সাথে পরিপূর্ণভাবে Google Adsense সহ সকল ধরনের Ads Ready Template শেয়ার করতে যাচ্ছি।
Aarohi - Ads Ready and Responsive Blogger Template
যারা ব্লগে Google Adsense কিংবা PPT টাইপের বিজ্ঞাপন ব্যবহার করছেন কিংবা ভবিষ্যতে বিজ্ঞাপন ব্যবহার করে অনলাইন হতে আয় করতে চচ্ছেন তাদের জন্য এটি ব্যবহারে বেশ ‍সুবিধা দেবে। কারন এই Template টিতে Google Adsense এর নিয়মানুযায়ী প্রয়োজনীয় সকল স্থানে Adslot ব্যবহারের স্থান রাখা হয়েছে। এই টেমপ্লেটটিতে Google Adsense ব্যবহার করলে আপনার আয় অনেকাংশে বেড়ে যাবে।

তাছাড়া এই টেমপ্লেটটি সকল ধরনের ছোট-বড় ডিভাইসের উপযোগী (Responsive) করে তৈরি করা হয়েছে। কাজেই সকল ধরনের ডিভাইস ব্যবহার করে যে কেউ আপনার ব্লগের কনটেন্ট সহজে পড়ে নিতে পারবে।

আমরা এই Template টির ফ্রি এবং প্রিমিয়াম দুটি ভার্সন রেখেছি। ফ্রি ভার্সনটি নিচের লিংক থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন এবং এটিতে অবশ্যই আমাদের Credits অপশনটি ব্যবহার করতে হবে। অন্যদিকে প্রিমিয়াম ভার্সনে আমাদের কোন Credits অপশন থাকবে না এবং SEO এর ক্ষেত্রে বাড়তী কিছু অপশনও যোগ করা রয়েছে। টেমপ্লেটির প্রিমিয়ামের ভার্সনের মূল্য আমরা 650/- নির্ধারণ করেছি। নিচে এবং ভার্সনের তুলনামূলক Features গুলি দেখুন -
Features Free Version Pro Version
Google Testing Tool Validator Yes Yes
Responsive Yes Yes
Mobile Friendly Yes Yes
SEO Friendly 80% Yes Yes
SEO Friendly 100% No Yes
Highly Adsense Ready Yes Yes
Personal Blog Yes Yes
Two Column Yes Yes
Three Column Footer Yes Yes
HTML5 Yes Yes
Responsive Ad Slot Yes Yes
Valid Schema.org 90% Yes Yes
Valid Schema.org 100% No Yes
Comment Thread Yes Yes
High CTR Yes Yes
Auto Read More with Thumbnail Yes Yes
Related Posts with Thumbnail Yes Yes
Recent Posts with Thumbnail Yes Yes
Top Social Media Yes Yes
Social Share Button Yes Yes
Smooth Back to Top Yes Yes
Custom Page Numbered Yes Yes
Breadcrumbs Yes Yes
Search Box Yes Yes
404 Error Page Yes Yes
Easy Admin Layout Yes Yes
Documentation No Yes
All Time Support No Yes
উপরের অপশন থেকে আপনি নিজেই বুঝতে পারছেন Template টি আপনার জন্য উপযুক্ত কি না? তারপর নিচের লিংক থেকে লাইভ ডেমো দেখলে বিষয়টি আরও পরিষ্কার হতে পারবেন।

লাইভ দেখুন 
http://www.mediafire.com/file/0bb95shz6jfkoa3/Aarohi-Responsive-Blogger-Template.rar      
আপনি যদি টেমপ্লেটিকে আপনার মনেরমত করে সাজাতে চান বা কাষ্টমাইজ করে যে কোন ডিজাইন করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সামান্য কিছু বর্ধিত অর্থের বিনিময়ে টেমপ্লেটিকে আপনার পছন্দমত সাজিয়ে দেব। সর্বোপরি এটির প্রিমায়ম ভার্সন কেনার জন্য সরাসরি মোবাইল কিংবা আমাদের  01749374077 Contact Form ব্যবহার করে ই-মেইলে যোগাযোগ করতে পারেন।

No comments:

Post a Comment